Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাইট্রাস গবেষণা কেন্দ্র সফলতার সাথে উচ্চফলনশীল জাত সহ অন্যান্য কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে আসছে। দেশের জলবায়ু ও কৃষকের চাহিদা অনুযায়ী সাইট্রাস গবেষণা কেন্দ্র এই পর্যন্ত বিভিন্ন ফসলের ৭টি উচ্চ ফলনশীল জাত এবং ২০ টি ফসল উৎপাদনের প্রযুক্তিসহ মোট ২৭ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

তাছাড়া উৎপাদন বৃদ্ধির লক্ষে উৎপাদন প্রযুক্তি, মৃত্তিকা ও পানি ব্যবস্থাপনা, পোকামাকড় ও রোগ বালাই ব্যবস্থাপনা, পোষ্ট-হারভেষ্ট প্রযুক্তি উদ্ভাবিত হইয়াছে। এছাড়া আর্থ-সামাজিক, বাজারজাতকরণ ও ভেলু চেইন, কৃষক পর্যায়ে গবেষণার প্রভাব যাচাই বিষয়ে আরও গবেষণা কার্যক্রম চলমান আছে।

ক) উদ্ভাবিত জাতসমূহঃ

ফসলের নাম

জাতের নাম

উদ্ভাবনের সাল

কমলা

বারি কমলা-১ ও

বারি কমলা-৩

১৯৯৬

২০১৭

বাতাবীলেবু

বারি বাতাবীলেবু-৫

২০১৭

মাল্টা

বারি মাল্টা-১

২০০৪

সাতকরা

বারি সাতকরা-১

২০০৪

তৈকর

বারি তৈকর-১

১৯৯৬

গোলমরিচ

বারি গোলমরিচ-১

১৯৮৭