Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে

ভূমিকাঃ সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুর সিলেট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিষ্ঠান। এই কেন্দ্র বিভিন্ন লেবু জাতীয় ফল যেমন- কমলা লেবু, মাল্টা, সাতকরা, তৈকর, লেবু, বাতাবীলেবু সহ অন্যান্য ফলের কৌলিসম্পদ সংগ্রহ, সংরক্ষণ, উন্নত জাত উদ্ভাবন, উদ্ভাবিত জাতের উৎপাদন প্রযুক্তি, রোগ ও পোকার আক্রমণ থেকে ফল-ফসলকে রক্ষা করা, ফল সংগ্রহ ও সংরক্ষণ প্রযুক্তি উদ্ভাবন এবং উন্নত জাতের চারা ও কলম সরবরাহসহ বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে কৃষি ক্ষেত্রে অবদান রেখে চলেছে।


দপ্তর প্রধানের পদবীঃ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা


অবস্থানঃ জৈন্তাপুর উপজেলা সদরের উত্তর-পূর্ব কোনে মনোরম পাহাড়ী পরিবেশে ৪৮.০৩ হেক্টর জমির উপর কেন্দ্রটি অবস্থিত। সিলেট থেকে সড়ক পথে প্রায় ৪৪ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এর অবস্থান। এ জায়গা থেকে তামাবিল স্থল বন্দরের দূরত্ব ১২ কিলোমিটার। কেন্দ্রটির পুরোটাই পাহাড়ী এলাকা ও ছোট ছোট টিলায় বিভক্ত যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৫৪ মিটার উচ্চতায় অবস্থিত। এখানকার মাটিতে প্রচুর পাথর, বৃহৎ প্রসত্মরখন্ড এবং শিলা রয়েছে।


প্রতিষ্ঠার ইতিহাসঃ ফুল ফল ও শাক-সবজি উৎপাদনের প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য কৃষি কার্যক্রমের অধীনে অর্গানাইজেশন অব হর্টিকালচার সেকশন নামে একটি প্রকল্প ১৯৫১ সালে শুরু হয়। এই প্রকল্পের অধীনে তামাবিলের চৈইলাখালে ৫.০০ একর জমিতে ১৯৫৪ সালে একটি উপকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের ফলের গাছ সংগ্রহ করে তার মূল্যায়ন ও নির্বাচন (Selection) ও গ্রহন যোগ্যতার ব্যাপারে মূল্যায়ন করা এবং মাঠ পর্যায়ে চাষোপযোগী করা। পরবর্তীতে উক্ত কার্যক্রমের অংশ হিসেবে ১৯৫৯-৬০ সালে জৈন্তাপুর এ ২১.৪৬ হেক্টর জমিতে একটি ফল উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়, এর উদ্দেশ্য ছিল ফল বিষয়ে বিশেষত সাইট্রাস ফলের উপর গবেষণার কার্যক্রম ত্বরান্বিত করা। ১৯৬১-১৯৬৫ সালে আরও ২৬.৩২ হেক্টর জমি উক্ত কেন্দ্রের জন্য অধিগ্রহন করা হয় এবং তখন থেকেই গোলমরিচ চাষাবাদের একটি প্রকল্প চালু করা হয়। চৈইলাখালের উপকেন্দ্রটি ১৯৭০ সালে জৈন্তাপুরে স্থানান্তরিত করে উক্ত কেন্দ্রের সাথে একীভুত করা হয়। অতঃপর ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্বপ্রকাশ করলে উক্ত ফল উন্নয়ন কেন্দ্রটি এর অধিভুক্ত হয়। জৈন্তাপুর এলাকা এবং বৃহত্তর সিলেট অঞ্চলে সাইট্রাস জাতীয় ফল অর্থাৎ কমলা, মাল্টা, বিভিন্ন ধরনের লেবু, সাতকরা, বাতাবী লেবু ইত্যাদি ফলের সম্ভাবনার কথা বিবেচনা করে ফল উন্নয়ন কেন্দ্র জৈন্তাপুরকে সাইট্রাস গবেষণা কেন্দ্র হিসেবে নামকরন করা হয়। জৈন্তাপুর এলাকায় মসলা জাতীয় ফসলের গবেষণা ও সম্প্রসারনের কথা বিবেচনা করে উক্ত কেন্দ্রে ১৯৯৭ সালে ১টি মসলা গবেষণা উপকেন্দ্রও স্থাপিত হয়ে।